Address
East Sadarpur, Ashulia, Dhaka
Business Hours
Saturday - Thursday
9 AM to 10PM
আমরা যেভাবে গাছ দিয়ে থাকি
চিত্রা- বৃক্ষ হাট শুধুই মাত্র ঢাকা সিটির মধ্যে এই মুহুর্তে গাছ দিয়ে থাকে।
গাছ দেয়ার পর আমাদের ১৪ দিনের একটি সার্ভিস পিরিয়ড থাকে, যার মধ্যে গাছের কোন সমস্যা হলে তা সমাধান দেয়া হয় বা পরিবর্তন করে দেয়া হয়।
আপনি ঢাকার মধ্যে হলে যেকোন পরিমাণ গাছ আমাদের থেকে নিতে পারবেন নির্ধারিত শর্ত সাপেক্ষে।
আমাদের
গাছ কোন ভাবেই কুরিয়ার করা হয় না যে কারণে অগনিত আবদার থাকা সত্ত্বেও আমরা
ঢাকার বাহিরে সার্ভিস এখনো শুরু করতে পারি নি, তবে আমাদের পরিকল্পনা রয়েছে
শুরু করার খুব শিগ্রই।
গাছ ডেলিভারি অন্য যেকোন পণ্যের মত খুব একটা সহজ না হওয়ায় এর ডেলিভারি চার্জ একটু বেশি হয়ে থাকে।
চিত্রা- বৃক্ষ হাট গাছের উপর সীমিত লাভ করে
গাছ নেয়ার পরবর্তি সেবা
গাছ ক্রয়ের পরবর্তি ১৪ দিনের মধ্যে গাছ মারা গেলে তা রিপ্লেস/পরিবর্তন করে দেয়া হয় কিন্তু তা কিছু শর্ত সাপেক্ষঃ
১। গাছ হাতে পাবার ২৪ ঘণ্টার এর মধ্যে ছবি তুলে পেইজে ইনবক্স করতে হবে।
২। কোন অসঙ্গতি থাকলে তা ২৪ ঘণ্টার মধ্যেই জানাতে হবে
৩ । ছবি দেয়ার পর আমাদের প্রতিনিধি কিছু গাইডলাইন দিবে তা ফলো করে প্রতি ৩-৪ দিন পর পর আপডেট দিতে হবে ১৪ দিন পর্যন্ত।
৪।
রিপ্লেসমেন্ট/পরিবর্তন দেয়ার সময় প্রধানত এই সব তথ্য বিবেচনা করা হবে।
কোন গ্রাহক এর অনিয়ম করলে কতৃপক্ষ রিপ্লেসমেন্ট/পরিবর্তন দিতে বাধ্য থাকবে
না।
সার্ভিস চার্জের নিয়মাবলি
১ টি গাছের জন্য ৯০ টাকা
২ টি গাছ নিলে ১১০ টাকা
৩ টি গাছ নিলে ১৩০ টাকা
৪ টি নিলে ১৪০ টাকা এভাবে প্রতি গাছে আরও ১০ টাকা করে যুক্ত হবে।
ডেলিভারি সিস্টেম
রেগুলার ডেলিভারি
২ থেকে ৬ কার্যদিবসের মধ্যে ডেলিভারি দেয়া হয়। এবং সার্ভিস চার্জ উপরের নিয়মে নেয়া হয়।
আমাদের ডেলিভারি জোন এবং কোন কোন দিন কোন জায়গায় ডেলিভারি হয় টা নিচে দেয়া হল
শনিবার ঃ ঢাকা দক্ষিন, রামপুরা, বনশ্রী, মালিবাগ, মতিঝিল, যাত্রাবাড়ী, ডেমরা, শনির আখরা ,ওয়ারি, টিকাটুলি, নওয়াবপুর, আজিমপুর ইত্যাদি
রবিবারঃ বসুন্ধরা, ভাটারা, রামপুরা, গুলশান, বনানি, মহাখালি, তেজগাঁও
সোমবার ঃ উত্তরা, বসুন্ধরা, বনানি ইত্যাদি
মঙ্গলবার ঃ মোহাম্মদপুর, শ্যামলী, আদাবর, ধানমন্ডি, পান্থপথ, ফার্মগেইট, বসিলা, হাজারিবাগ
বুধবার ঃ মিরপুর, কল্যাণপুর, আগারগাও
বৃহস্পতিবার ঃ ঢাকার বাহিরের ডেলিভারি
শুক্রবার ঃ সাপ্তাহিক বন্ধ (সরাসরি বাগান থেকে কেনা যাবে এবং অন্য যেকোন দিনও বাগান থেকে নেয়া সম্ভব)
স্পেশিয়াল ডেলিভারি
সর্বনিম্ন অর্ডার ১৫০০ টাকা অর্ডারে এই সার্ভিস দেয়া হয়ে থাকে
তবে স্পেশিয়াল ডেলিভারির ক্ষেত্রে ৬০ ঘণ্টার মধ্যে দেয়া হয়ে থাকে। সেই ক্ষেত্রে সার্ভিস চার্জ ১৫০ থেকে শুরু হয় ৩ টি গাছ পর্যন্ত।
৪-১০ টি গাছে ২০০ টাকা। তার অধিক হলে ২৫০ টাকা
টব সহ সেট করে নিলে ১০ ইঞ্চির উর্ধে নয়। ১০ ইঞ্চির উর্ধে হলে আলোচনা করে নিতে হবে
এক্সপ্রেস ডেলিভারি
যেকোন পরিমাণ অর্ডারে ৪০ ঘন্টার মধ্যে দেয়া হয়ে থাকে।
সর্বাধিক ৫ কেজি পর্যন্ত ২০০ টাকা
৫ থেকে ১০ কেজি ৩০০ টাকা
১০ থেকে ২০ কেজি ৪০০ টাকা
২০ কেজির উপরে ৫০০ টাকা
টব সহ সেট করে নিলে ১০ ইঞ্চির উর্ধে নয়। ১০ ইঞ্চির উর্ধে হলে আলোচনা করে নিতে হবে
সুপার এক্সপ্রেস ডেলিভারি
পরের দিন বা ২৪ ঘন্টার মধ্যে দেয়া হয়।
সর্বাধিক ৫ কেজি পর্যন্ত ৩০০ টাকা
৫ থেকে ১০ কেজি ৪৫০ টাকা
১০ থেকে ২০ কেজি ৬০০ টাকা
২০ কেজির উর্ধে ৭০০ টাকা
টব সহ সেট করে নিলে ১০ ইঞ্চির উর্ধে নয়। ১০ ইঞ্চির উর্ধে হলে আলোচনা করে নিতে হবে
পেমেন্ট এর নিয়মাবলি
অর্ডার নিশ্চিত করার জন্য নুন্যতম ১০০ টাকা অগ্রিম দেয়া লাগবে (নতুন কাস্টমারের জন্য অধিক প্রযোজ্য)।
তাছাড়া বাকি পেমেন্ট ক্যাশ অন ডেলিভারি দিতে হবে।
বিকাশ পেমেন্ট করতে 01721633246 এই নম্বরে পেমেন্ট করতে হবে (মার্চেন্ট নাম্বার)
ব্যাংক ট্র্যান্সফার করতে চাইলেঃ
Account Name: Brikkho Haat
account Number: 1261100036447
Dutch Bangla Bank, elephant road branch
Business Hours
Saturday - Thursday
9 AM to 10PM
Mission: To connect all the farmers and consumers on a single platform.
Vision: Creating a plant archive based on technology.
The plants were fresh and healthy, as shown in the pictures. The delivery was on time, and the tips were really helpful. Great selection, and the staff knows their stuff.
After received all the plant i would like to say It's my pleasure to connect with you guys. You guys Deliver exactly same plat as like as picture. Thanks a lot. hope near future i would collect more from you. Highly Recommend.
Shundor service and time moton jinish peyechi!
Yesterday I bought all these different flower plants from this page. Nice behavior and quick delivery, almost within 3 hours. I'm happy with how they do business.
Chitra Brikkho Haat
Plants Shop, Care & Service
A platform where the farmer has the opportunity to sell plants and plants derived via Chitra- Brikkho Haat (C-BH) at a lower price for the consumer. The farmer gets a better value of products and consumers get more satisfaction as C-BH provides their QC (quality control) team to regulate the selection of suppliers. Only selective suppliers can sell through C-BH and C-BH has its logistic setup throughout Dhaka city. C-BH takes responsibility for delivered plants for 2 weeks and provides the required support.C-BH started as a promotional program for plant lovers to provide them better comfort in plant culturing. C-BH also rates customer behavior. In every business, customer support is very important.C-BH is working to bring all the good quality farmers to an open platform for the consumers. Where a consumer has the option to make their proper choice and get a proper guideline.To build such a plant server and garden where anyone can go and get enough knowledge that they can grow enough plants for their own need. As the world is changing dynamically, some adverse effects of the change are directly disturbing our agriculture. It's needed to be prepared for next-generation plantation. C-BH is passionate to build such techno-based agriculture starting with a great plant lovers community. Every urban house will be capable of farming enough food to meet a single time meal per day from their home garden. Mission: To connect all the farmer and consumer on a single platform Vision: Building a techno-based plants Archive-"Let greeneries wrap every inches of the city"